স্টাফ রিপোর্টার ॥ বাহুবলে ধর্ষিতা দুই স্কুল ছাত্রীর ডাক্তারী পরীক্ষা শেষে আদালতে প্রেরণ করা হয়েছে। এদিকে আটক দুই ধর্ষণকারীকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। গতকাল শনিবার ধর্ষিতাদের আদালতে ২২ ধারায় জবাবন্দি দিয়ে অভিভাবকদের জিম্মায় দেয়া হয়। অন্যদিকে আটক দুই আসামিকে গত শুক্রবার বিকালে কারাগারে প্রেরণ করা হয়েছে। গত বৃহস্পতিবার বাহুবলের মিরপুর ও হবিগঞ্জ সদর হাসপাতাল এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হল, বাহুবল উপজেলার বার-আউলিয়া গ্রামের নুরুল হক মিয়ার ছেলে খোকন মিয়া (১৬) ও একই গ্রামের আব্দুল আউয়াল মিয়ার ছেলে সুমন মিয়া (১৭)।
গত বুধবার (২৮ জুলাই) সন্ধ্যায় তারা বাড়ির পার্শ্ববর্তী একটি দোকানে প্রয়োজনীয় জিনিস কিনতে যায়। এ সময় আগে থেকে উৎপেতে থাকা একই গ্রামের খোকন ও সুমন ওই দুই স্কুল ছাত্রীকে কৌশলে ফুসলিয়ে একটি বসত ঘরে নিয়ে যায়। সেখানে তারা তাদের হাত-পা মুখ বেঁধে জোরপূর্বক ধর্ষণ করে। এক পর্যায়ে ভোরে ওই দুই স্কুল ছাত্রীকে একটি সিএনজি অটোরিক্সা করে অন্যত্র নিয়ে ধর্ষণের চেষ্ঠা চালায় অন্য তিন যুবক। এ সময় তাদের শোর-চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে গিয়ে তাদেরকে উদ্ধার করে। পরে নির্যাতিতা এক ছাত্রীর পিতা সিদ্দিক আলী বাদি হয়ে এজহার দায়ের করেন। এরপর পরই বিষয়টি নিয়ে মাঠে নামে পুলিশ। সাড়াশি অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় অভিযুক্ত খোকন ও সুমন মিয়াকে। ওসি জানান, এ মামলার অপর এক সহযোগি আসামিকে গ্রেফতার করতে পুলিশের অভিযান চলছে।