নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জকে ফরমালিনমুক্ত ঘোষনার লক্ষে বিভিন্ন বাজারে গতকাল শুক্রবার বিকালে অভিযান চালিয়ে প্রায় ৫ মন ফরমালিনযুক্ত আম বিনষ্ট করা হয়েছে। নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্টেট মোহাম্মদ লুৎফর রহমানের নেতৃত্বে বিকাল ৪টা থেকে সন্ধা ৬টা পর্যন্ত ভ্রাম্যমান আদালতের কার্যক্রম পরিচালনা করা হয়। অভিযানকালে ঢাকা-সিলেট মহাসড়কের গোপলার বাজার, দেবপাড়া বাজার, ফুলতলী বাজার ও পানিউমদা বাজারে বিভিন্ন ফলের দোকানে অভিযান চালিয়ে ডিজিটাল মেশিনের মাধ্যমে ফল পরিক্ষা করা হয়। এ সময় গোপলার বাজারে ফল ব্যবসায়ী চানু মিয়ার দোকানে পরিক্ষা করে ৪০ কেজি আমের মধ্যে ৩.৩৫% ফরমালিন পাওয়া যায়। পরে তার আম মহাসড়কে বিনষ্ট করে দেওয়া হয় এবং তাকে নগদ ১হাজার টাকা জরিমানা করা হয়। এ খবর মোবাইলের মাধ্যমে মহাসড়কের অন্যান্য বাজারে ছড়িয়ে গেছে ফল ব্যবসায়ীরা ফল রেখে পালিয়ে যায়। আবার কেউ কেউ ফল নিয়ে চটকে পড়ে। ভ্রাম্যমান আদালত দ্রুততার সাথে অভিযান চালিয়ে কোন ব্যবসায়ীকে না পেলেও পানিউমদা দেবপাড়া বাজার থেকে বিপুল পরিমান ফরমালিনযুক্ত আম উদ্ধার করে ঢাকা- সিলেট মহা সড়কের উপর বিনষ্ট করে দেওয়া হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় উপস্থিত ছিলেন, নবীগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এম এ আহমদ আজাদ, নবীগঞ্জ উপজেলা সেনেটারী অফিসার নুরে আলম সিদ্দিকী, গোপলার বাজার ফাড়ির ইনর্চাজ এস আই কামাল, সাংবাদিক সেলিম তালুকদার, সাংবাদিক বুলবুল আহমদ প্রমূখ। এদিকে নবীগঞ্জ উপজেলাকে ফরমালিনমুক্ত করতে ফল ব্যবসায়ীদের মধ্যে ফরমালিন নির্ধারক যন্ত্র কিট বক্স প্রদান করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা চেয়ারম্যান আলমগীর চৌধুরী ও নির্বাহী অফিসার মুহাম্মদ লুৎফুর রহমান আনুষ্টানিক ভাবে ১ লাখ ২৬ হাজার টাকা মূল্যের ফরমালিন নির্ধারক যন্ত্র কিট বক্স প্রদান করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি মাহমুদুল হক প্রমূখ। ফল ব্যবসায়ীদের পক্ষে রাজু আহমদ ও রিপন দাশ ফরমালিন নির্ধারক যন্ত্র কিট বক্স গ্রহণ করেন।