বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৯:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
উৎসব মুখর পরিবেশে নবীগঞ্জ প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন ॥ এটিএম সালাম সভাপতি, ছনি চৌধুরী সম্পাদক চুনারুঘাটে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাটি কাটার মহোৎসব শহরে বৈষম্য বিরোধী আন্দোলনের ঘটনায় সাবেক এমপি আবু জাহিরসহ ৭৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের জেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় লাবণ্য মেধা তালিকায় ২য় স্থান অর্জন করেছে সাংবাদিক আব্দুল হাকিমের ছোট ভাইয়ের ইন্তেকাল মোড়াকরি গ্রামে ইয়াবাসহ যুবক আটক শুভ বড়দিন আজ জমি অধিগ্রহণে ক্ষতিপূরণের ন্যায্য মূল্য পাওয়ার দাবি মালিকপক্ষের আজমিরীগঞ্জে ইউএনডিপি ৮৩টি নলকূপ বিতরণের তালিকা স্বজনপ্রীতির মাধ্যমে তৈরির অভিযোগ শায়েস্তাগঞ্জে খোয়াই নদীর বাঁধ ঝুঁকি পূর্ণ

চুনারুঘাট, শায়েস্তাগঞ্জ ও বাহুবলের বিভিন্ন স্পটে বসে জুয়া খেলার আসর

  • আপডেট টাইম রবিবার, ১ আগস্ট, ২০২১
  • ৫০৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ করোনা দুর্যোগের মাঝেও চুনারুঘাট, শায়েস্তাগঞ্জ ও বাহুবলের বিভিন্ন স্পটে প্রতিদিন জুয়া খেলার আসর বসছে। তাস, মোবাইল, কয়েন, লুডুসহ বিভিন্ন খেলার মাধ্যমে পরিচালিত হয় জুয়ার আসর। হাতের নাগালে এসব আসর হওয়ায় সেখানে সর্বস্ব খুইয়ে নিঃস্ব হচ্ছে এলাকার শত শত মানুষ। সারা দেশের ন্যায় এখানকার মানুষও করোনা সংক্রমণের ভয়াবহ ঝুঁকির মধ্যে রয়েছেন। করোনা সংক্রমণের ঝুঁকি এড়াতে সরকারের নির্দেশনা মোতাবেক হাটবাজার ও মাঠে কাজ করেছে আইনশৃংখলা রাকারী বাহিনীর সদস্যরা। এ সুযোগে এলাকার সংঘবদ্ধ জুয়াড়িরা গ্রামের ফাঁকা মাঠ, পরিত্যক্ত ঘর, গাছের বাগান, বাঁশঝাড়, ঝোপ-জঙ্গল, পাহাড়ের টিলায় পরিচালনা করছে এসব জুয়া খেলা। করোনার সংক্রমণরোধে এলাকার হাটবাজার, দোকানপাট, চা স্টলসহ সকল প্রকার আড্ডা বন্ধ করে দিচ্ছে প্রশাসন। সব ধরনের বিনোদন কেন্দ্রও বন্ধ রয়েছে। লোকজন অনেকটাই ঘরমুখী। কর্মহীন মানুষগুলো বাড়িতে বসে অলস সময় পার করছেন। কিন্তু গ্রামের অসাধু ব্যক্তিরা এই অলস সময়কে কাজে লাগাচ্ছেন জুয়া খেলে। স্থানীয়রা জানান, প্রকাশ্য দিবালোকেই বসে জুয়ার আসর। এখানকার কয়েকজন প্রভাবশালীর নেতৃত্বে বসে এসব জুয়ার আসর। তাছাড়া জনপ্রতিনিধিরা রয়েছে নেতৃত্বে। সন্ধার পর বিভিন্ন বাড়ি কিংবা হাওরে বা পুকুর পাড়েও এসব আসর বসে থাকে। জুয়ার প্রলোভনে পড়ে দূর-দূরান্ত থেকে পেশাদার জুয়াড়িদের সঙ্গে আসা সাধারণ মানুষসহ ব্যবসায়ীরা জুয়ার বোর্ডে ব্যবসার তহবিলসহ টাকা-পয়সা হারিয়ে সর্বশান্ত হয়ে খালি হাতে বাড়ি ফিরছে। এ ব্যাপারে চুনারুঘাট থানার ওসি আলী আশরাফ ও শায়েস্তাগঞ্জ থানার ওসি অজয় চন্দ্র দেব জানান, জুয়াড়িদের বিরুদ্ধে আমাদের পুলিশ সুপার জিরো টলারেন্স ঘোষণা করেছেন। খবর পাওয়ার সাথে সাথেই পুলিশের অভিযান শুরু হয়। কিন্তু দুর্গম এলাকায় প্রবেশের আগেই তারা পালিয়ে যায়। তবুও তালিকা তৈরি করে জুয়াড়ি চক্রের গডফদারদের অচিরেই পুলিশ ধরবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com