স্টাফ রিপোর্টার ॥ বাহুবলে ইটভাটার টয়লেট থেকে সুজেল মিয়া (২৪) নামের এক শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল শুক্রবার (৩০ জুলাই) সকাল সাড়ে ৯টায় উপজেলার হাফিজপুর এলাকার মর্ডাণ ব্রিকস থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত ইটভাটার শ্রমিক উপজেলার মিরপুর ইউনিয়নের মির্জাটুলা গ্রামের সুরুজ আলীর ছেলে। ঘটনার খবর পেয়ে মডেল থানার একদল পুলিশ লাশের ছুরত হাল তৈরি করেছেন। ইটভাটা কর্তৃপক্ষ ধারনা করে জানান সে স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা যেতে পারে।