প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ জেলা বিএনপির কার্য্যলয়ে স্থাপিত করোনা হেলপ সেলে ডাঃ মোঃ আহমুদুর রহমান আবদাল এর পক্ষ থেকে ৫ টি অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করা হয়। গতকাল শুক্রবার (৩০) জুলাই রাত ৮ টায় এই সামগ্রী প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও ডক্টরস এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) হবিগঞ্জ জেলা শাখার আহবায়ক এবং জেলা বিএনপির করোনা হেল্প সেল এর সমন্বয়ক ডাঃ মোঃ আহমুদুর রহমান আবদাল, হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি এ্যাডঃ কামাল উদ্দিন সেলিম, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ আব্বাস উদ্দিন, হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ও জেলা কৃষক দলের আহ্বায়ক মোঃ মাহবুবুর রহমান আওয়াল, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সৈয়দ মুশফিক আহমদ, জেলা যুবদল এর সহ-সভাপতি মোঃ ফারুক আহমদ, জেলা যুবদল এর যুগ্ম সাধারণ সম্পাদক ও হবিগঞ্জ পৌরসভার ৭ নং ওয়ার্ড কাউন্সিলর শাহ্ সালাউদ্দিন টিটু, জেলা যুবদল এর সাংগঠনিক সম্পাদক মোঃ আমিনুল ইসলাম বাবুল, জেলা স্বেচ্ছাসেবক দল এর সিনিয়র সহ-সভাপতি হাসবি সাঈদ চৌধুরী, জেলা ছাত্রদলের সভাপতি মোঃ এমদাদুল হক এমরান, জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মোঃ জিল্লুর রহমান, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আহাদ তুষার, জেলা যুবদল নেতা মোঃ মোতাহার হোসেন, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক বিমল দাশ প্রমুখ। অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর শেষে জেলা বিএনপির করোনা হেল্প সেল এর সমন্বয়ক ডাঃ মোঃ আহমুদুর রহমান আবদাল বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন দেশনায়ক তারেক রহমান এর নির্দেশক্রমে স্থাপিত হবিগঞ্জ জেলা বিএনপির করোনা হেল্প সেল করোনা আক্রান্ত রোগীদের বিনামূল্যে অক্সিজেন সেবা দেওয়ার পাশাপাশি সবধরনের সহযোগিতা করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাবে ইনশাআল্লাহ।