নবীগঞ্জ প্রতিনিধি ॥ মেয়ের স্বপ্ন ছিল ঈদে ছুটিতে যাবার সময় মায়ে’র জন্য শাড়ী নিয়ে যাবে। তা শুনে মা আনোয়ারা বেগম মেয়ের অপেক্ষায় প্রহর গুনছেন। ঈদে নতুন শাড়ি পড়ে মেয়েকে নিয়ে ঈদের আনন্দ উপভোগ করবেন। কিন্তু মা-মেয়ের স্বপ্ন আর বাস্তবায়িত হলো না। এর আগেই নারায়ণগঞ্জ ভুলতা এলাকায় সজীব গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান হাসেম ফুড অ্যান্ড বেভারেজ কারখানায় সংঘটিত অগ্নিকান্ডে নিহত হয় নবীগঞ্জের অমৃতা বেগম। দুর্ঘটনার খবর পেয়ে অমৃতার মা আনোয়ার বেগম এমন কথা বলেই বিলাপ করছিলেন। তার কান্না ও আহাজারিতে এলাকার বাতাস ভারি হয়ে উঠছিল। নিহত অমৃতা বেগম নবীগঞ্জ উপজেলার বড় ভাকৈর (পুর্ব) ইউনিয়নের রামপুর গ্রামের মোতালিব মিয়ার মেয়ে। অমৃতা বেগম স্বামী ও সন্তানদের নিয়ে ঢাকায় থাকতো। এবং নারায়ণগঞ্জ ভুলতা এলাকায় সজীব গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান হাসেম ফুড অ্যান্ড বেভারেজ কারখানায় কাজ করতো। অমৃতার মায়ের আহাজারি ও মেয়ে’র দূর্ঘটনা ও স্বপ্নের কথা শুনে গেল ঈদের আগের দিন রামপুর গ্রামে নিহতের বাড়িতে হাজির হন ২নং ইউপির প্যানেল চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা খালেদ মোশারফ। এ সময় তিনি অমৃতা মা আনোয়ারা বেগমসহ স্বজনদের শান্তনা দেন। পরে মা”য়ের হাতে নতুন শাড়ি ও আর্থিক সহযোগিতা করেন প্যানেল চেয়ারম্যান। শাড়ি হাতে নিয়েই মা আনোয়ারা বেগম কান্নায় ভেঙ্গে পড়েন। এ সময় তিনি তার মেয়ের মৃত দেহ তার কাছে পৌছে দেয়ার দাবী জানান। এদিকে প্যানেল চেয়ারম্যান খালেদ মোশারফ এর সাথে দলীয় নেতাকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন। এ সময় তিনিও ঘটনার সুষ্ট তদন্তের মাধ্যমে ন্যায় বিচার এবং অমৃতা লাশ স্বজনদের নিকট ফেরৎ দেয়ার জন্য সরকারের প্রতি দাবী জানান।