প্রেস বিজ্ঞপ্তি ॥ দক্ষিণ বানিয়াচং সমাজকল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মোঃ উস্তার মিয়ার পিতা আব্দুল রশিদ ইন্তেকাল করেছেন। গতকাল শুক্রবার বেলা ১টা ৪০ মিনিটে দক্ষিণ সাঙ্গর নিজ বাড়িতে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৮০ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ৭ কন্যাসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। শুক্রবার বাদ মাগরিব দক্ষিণ সাঙ্গর আলহাজ্ব শেখ রুসমত আলী ঈদগাহ মাঠে মরহুমের জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।
শোক ঃ মোঃ উস্তার মিয়ার পিতা আব্দুল রশিদ এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন দক্ষিণ বানিয়াচং সমাজকল্যাণ পরিষদ নেতৃবৃন্দ। সংবাদপত্রে প্রদত্ত এক বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমের রূহের মাগফেরাত কামনা ও শোকাহত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জানান।