স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার সুুজাতপুর গ্রামে মৌমাচির কামড়ে শিশুসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছে। গতকাল শুক্রবার সকালে ওই গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ববিতা রাণী (৩৫), হেবলু মিয়া (২৫), জন্টু মিয়া (৩৫) ও মৌমিতা (৪) কে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর আহতদের চিকিৎসা দেয়া হয়েছে। জানা যায়, গতকাল ২৯ জুলাই (শুক্রবার) সকালে শিশুরা খেলার সময় মৌ-চাকে ঢিল ছুঁড়ে। এতে ক্ষিপ্ত হয়ে মৌমাচির দল শিশুদের কামড়াতে থাকে। এক পর্যায়ে গ্রামের লোকজন লাঠি নিয়ে মৌমাচি তাড়াতে এলে তাদেরকেও কামড়ায় মৌমাচি। তবে ডাক্তার জানিয়েছেন, মৌমিতা দাসের অবস্থা আশংকজনক।