আজিজুল ইসলাম সজীব ॥ হবিগঞ্জ সদর হাসপাতালে সিলিন্ডার আছে অক্সিজেন নাই। এমন অবস্থায় চিকিৎসা চলছে জেলা সদর হাসপাতালে। জরুরী মুহুর্তে মুর্মূর্ষ রোগীকে অক্সিজেন দিতে গেলে পাওয়া যায় না অক্সিজেন। পরপর ৩টি সিলিন্ডার স্টোর রুম আনার পর দেখা যায় সিলিন্ডার খালি। এতে অক্সিজেন নেই। এনিয়ে রোগীদের মাঝে বিরাজ করছে ক্ষোভ।
বুধবার রাত মধ্য রাতে বাহুবলের এক মুক্তিযোদ্ধার স্ত্রী ভর্তি হন হবিগঞ্জ সদর হাসপাতালে। জরুরি ভিত্তিতে রোগীকে অক্সিজেন দেয়ার পরামর্শ দেন চিকিৎসক। ওই রোগীকে অক্সিজেন দিতে গিয়ে দেখা যায় স্টোর রোম থেকে একে একে ৩টি সিলিন্ডার আনার পর দেখা যায় এতে অক্সিজেন নেই। এভাবেই চলছে করোনার ভয়াবহতায় হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা কার্যক্রম। তানভীর আহমেদ নামে এক ভুক্তভোগী জানান, তার এক আত্মীয়কে মহিলা ভর্তি করার পর জরুরি অক্সিজেন দেওয়ার প্রয়োজন হয়। তখন সময় দেখা যায় অক্সিজেন সিলিন্ডার আছে কিন্তু পর পর ৩টি সিলিন্ডার লাগানো হয়। কিন্তু এতে অক্সিজেন নেই। পরে ডিউটিরত নার্স ও ব্রাদার অনেক খোজাখুজির পর একটি সিলিন্ডার অন্য ওয়ার্ড থেকে সরবরাহ করেন।
এ বিষয়ে ব্যবস্থাপনা কমিটির সদস্য ও সদর উপজেলা চেয়ারম্যান মোঃ মোতাচ্ছিরুল ইসলাম বলেন, এ ব্যাপারে যারা দায়িত্ব্ েআছেন তাদের অবহেলা ও ব্যর্থতা রয়েছে। করোনাকালীন মহামারীর এই সময়ে কাজের ক্ষেত্রে আরো সর্তক হওয়া দরকার।
হাসপাতাল সুপার ডাঃ আমিনুল ইসলাম সরকার বলেন, “ভুলবশত স্টোর থেকে খালি সিলিন্ডার নিয়ে আসার কারণে এমনটি হয়েছে। তিনি বিষয়টি খতিয়ে দেখছেন বলে জানান।