কাউছার আহমেদ রিয়ন, শ্রীমঙ্গল থেকে ॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ভাই বোনের মর্মান্তিক মৃত্যুর খবর পাওয়া গেছে। উপজেলার মির্জাপুর ইউনিয়নে বুধবার (২৮ জুলাই) বোন রাত ১টা ২৭ মিনিটে ও ভাই ভোর ৪টা ২৫ মিনিটের দিকে মৃত্যুবরণ করেন। স্বল্প সময়ের ব্যবধানে ভাই বোনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর পরিবার পরিকল্পনা ডাক্তার সাজ্জাদ হোসেন চৌধুরী, বলেন উপসর্গ পরীক্ষা করে গত ১৯ এপ্রিল ভাই এবং ২৬ এপ্রিল বোনের করোনা পজিটিভ রিপোর্ট আসে। এরপর তারা নিজ বাড়িতে চিকিৎসা নিচ্ছিলেন। শ্রীমঙ্গল সদর ইউনিয়ন চেয়ারম্যান ভানুলাল রায় এর ব্যবস্থাপনায় শ্রীমঙ্গল পৌর শ্মশানঘাটে তাদের সৎকার করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্য মতে সরকারী হিসেব মতে শ্রীমঙ্গলে করোনায় এ পর্যন্ত ৫শ’ ৯০ জন সনাক্ত ও মৃত্যুবরণ করেন ৯ জন। তবে বেসরকারী হিসেবে আক্রান্ত ও মৃতের সংখ্যা এ হিসেবের কয়েক গুন বেশী।