শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৮:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাট সীমান্তে বিজিবির অভিযানে ৮ বস্তা গাঁজা উদ্ধার চুনারুঘাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী লাখাইর যুবক নিহত হবিগঞ্জ সদর হাসপাতালে তিল ধারনের ঠাই নেই মাধবপুরে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সুমন গ্রেপ্তার জুমার খুৎবায় মাওলানা মাসরুরুল হক ॥ ঘুমন্ত মানুষের উপর হামলা কোনোভাবেই সমর্থনযোগ্য নয় আঁখের রস দিয়ে লালি গুড় এবং গুড় তৈরিতে ব্যস্ত সময় পার করছে চাষিরা উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে জি কে গউছের শোক প্রকাশ শায়েস্তাগঞ্জে পরোয়ানাভুক্ত ২ জন আসামী গ্রেফতার মাধবপুরে ১শ কেজি গাঁজাসহ ৭ জনকে গ্রেফতার করেছে র‌্যাব হবিগঞ্জে বিভাগীয় কমিশনার রেজা উন-নবী ‘মানসিক শক্তি মানুষের কর্মস্পৃহা বাড়িয়ে দেয়

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটিতে স্থান পেয়েছেন হবিগঞ্জের দুই শ্রমিক নেতা

  • আপডেট টাইম শুক্রবার, ৩০ জুলাই, ২০২১
  • ৬২১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটিতে এবারও স্থান পেয়েছেন হবিগঞ্জের দুই শ্রমিক নেতা। তারা হলেন- সহ-সভাপতি হবিগঞ্জ জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি, হবিগঞ্জ পৌরসভার সাবেক সাবেক চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক মনোনীত হয়েছেন একই সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ সজিব আলী। সম্প্রতি ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি শাজাহান খান এমপি ও সাধারণ সম্পাদক ওসমান আলী সংগঠনের উল্লেখিত ২টি পদে তাদের মনোনীত করে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন। ফেডারেশনের এর আগের কমিটিতেও শহীদ উদ্দিন চৌধুরী সহ-সভাপতি ও মোঃ সজিব আলী সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেন। শ্রমিক নেতা শহীদ উদ্দিন চৌধুরী দীর্ঘদিন ধরে হবিগঞ্জ জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতির দায়িত্ব পালনের পাশাপাশি বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্যের দায়িত্ব পালন করে আসছেন। তিনি হবিগঞ্জ পৌরসভা নির্বাচনে ৫ বার চেয়ারম্যান নির্বাচিত হয়ে পৌর এলাকার উন্নয়নে মুখ্য ভূমিকা রাখেন। অপর দিকে শ্রমিক নেতা মোঃ সজীব আলীও দীর্ঘদিন ধরে হবিগঞ্জ জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন। একই সাথে তিনি সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদকেরও দায়িত্ব পালন করে আসছেন। তিনি বাংলাদেশ আওয়ামী লীগ হবিগঞ্জ জেলা শাখার কমিটিতে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। সম্প্রতি তিনি হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের কমিটিতে সহ-সভাপতি মনোনীত হয়েছেন। এছাড়াও বানিয়াচং উপজেলার ১০নং সুবিদপুর ইউনিয়নের ২ বার চেয়ারম্যান নির্বাচিত হয়ে ইউনিয়নে ব্যাপক উন্নয়ন করেন। ওই দুই শ্রমিক নেতা ফেডারেশনের কেন্দ্রীয় কমিটিতে স্থান পাওয়ায় হবিগঞ্জে শ্রমিকদের মধ্যে নতুন করে প্রাণ চাঞ্চল্য দেখা দিয়েছে। দীর্ঘদিন চড়াই-উৎরাই পেরিয়ে ওই দুই শ্রমিক নেতা শ্রমিকদের ন্যায়সঙ্গত দাবি-দাওয়া আদায়ের লক্ষ্যে নিবেদিত প্রাণ হিসেবে আন্দোলন করে আসছেন। এদিকে হবিগঞ্জ জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি শহীদ উদ্দিন চৌধুরী বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও সাধারণ সম্পাদক মোঃ সজিব আলী সাংগঠনিক সম্পাদক মনোনীত হওয়ায় তাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হবিগঞ্জ জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com