শ্রীমঙ্গল প্রতিনিধি ॥ শ্রীমঙ্গলে বাড়িতে ঢুকে মুরগী খেতে এসে একটি বন্য গুইঁসাপ আটক হয়েছে। বৃহস্পতিবার (২৯ জুলাই) বিকাল ৩ টার দিকে উপজেলার কালাপুর ইউনিয়নের রাজাপুর গ্রামের বড় বাড়ীতে এ ঘটনা ঘটে। স্থানীয় এক বাসিন্দা বাড়িতে বন্য গুঁইসাপ প্রবেশ করে মুরগী ধরার চেষ্টা করছে এমন খবর মোবাইলে জানান বাংলাদেশ বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজলকে খবর পেয়ে সজল দেব বন বিভাগের কর্মকর্তাদের সাথে নিয়ে ঘটনাস্থলে পৌঁছে গুঁইসাপটিকে উদ্ধার করেন। গুঁইসাপটি খাবারের সন্ধানে লোকালয়ে আসতে পারে বলে জানান সজল। বিকাল ৫ টার দিকে উদ্ধারকৃত গুই সাপটি লাউয়াছড়া জাতীয় উদ্দ্যানে অবমুক্ত করেন। এ সময় উপস্থিত ছিলেন, এফ জি সুব্রত সরকার, তাজু ইসলাম, রিষি বড়ুয়া।