স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার আহাজুরা বাগান থেকে অজিত পুরান (৫০) নামের এক শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গত বুধবার রাতে চুনারুঘাট থানার পুলিশ লাশ উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। সে ওই গ্রামের মৃত গাউলা ওরানের পুত্র।
জানা যায়, গত বুধবার রাতে অজিতের ঝুলন্ত দেহ ঘরের তীরের সাথে দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়া হলে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়। তবে মৃত্যুর কারণ জানা যায়নি।