আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরে গাঁজা গাছসহ জয়রাম রায় নামে একজনকে আটক করেছে পুলিশ। জয়রাম মাধবপুর পৌরসভা নোয়াগাঁও গ্রামের বাসিন্দা। গতকাল বৃহস্পতিবার ২৯ জুলাই সকালে মাধবপুর পৌরসভার নোয়াগাঁও নিজ বাড়ি থেকে গাঁজা গাছ সহ জয়রাম রায়কে আটক করে মাধবপুর থানা পুলিশ। মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রাজ্জাক জানান বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই হুমায়ূন কবির সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে গাঁজা গাছসহ জয়রাম রায়কে আটক করে। পরে আটককৃত ব্যক্তিকে উপজেলা নিবার্হী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈন ও নির্বাহী ম্যাজিস্ট্রেটে স্পটে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২০১৮ সালের ৩৬ (৫) ধারায় ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।