আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ আজমিরীগঞ্জ উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে গতকাল বুধবার বিকাল ৫ টায় বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনের সাবেক সংসদসদস্য প্রয়াতঃ শরীফ উদ্দিন স্যারের পুত্র ও হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ময়েজ উদ্দিন শরীফ রুহেল সহ সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ আলাউদ্দিন মিয়া, আওয়ামীলীগ নেতা জাহাঙ্গীর আলম, স্বাধীন মিয়া ও ছাত্রলীগের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন অনিক সহ বিভিন্ন স্তরের ছাত্রলীগ ও যুবলীগ নেতৃবৃন্দ নবনির্বাচিত আজমিরীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। এছাড়া নব নির্বাচিত আজমিরীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি শেখ আমির হামজা ও সাধারণ সম্পাদক আবুহেনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং আজমিরীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের উন্নয়নের জন্য সার্বিক সহযোগীতার আশ্বাস দেন। এ সময় হবিগঞ্জ জেলা প্রেসক্লাব এর সভাপতি চৌধুরী মোহাম্মাদ ফরিয়াদ, নবনির্বাচিত সভাপতি শেখ আমির হামজা, সাধারণ সম্পাদক আবু হেনা, সদস্য ডাঃ সোহেল রানা ও মোঃ মোজাহিদ মিয়া।