আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি পুনর্বাসনের জন্য বীজ বিতরণ করা হয়েছে। ২০২১-২২ মৌসুমের সম্ভাব্য বন্যার ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে রোপা আমনের নাবী জানতে চারা উৎপাদনের লক্ষ্য ১শ ৫০ জন কৃষকের হাতে এ বীজ তুলে দেন। গতকাল বুধবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈন, উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন হাসান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আজাহার মাহমুদ, পৌর মেয়র হাবিবুর রহমান মানিক, আদাঐর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ফারুক পাঠান, ইউনিয়ন সহকারী কৃষি কর্মকর্তা পিযুষ দাস প্রমুখ উপস্থিত ছিলেন।