স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সংবাদপত্র হকার সমিতির পক্ষ থেকে সমিতির সদস্যদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল বিকেলে হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এ উপলক্ষে হকার সমিতির সভাপতি কামাল উদ্দিন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে বক্তৃতা করেন হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, হারুনুর রশিদ চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী মাসুদ আলী ফরহাদ, সাবেক সাধারণ সম্পাদক রাসেল চৌধুরী প্রমূখ।