প্রেস বিজ্ঞপ্তি ॥ সংযুক্ত আরব আমিরাত আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি, প্রবাসী হবিগঞ্জ শিক্ষা উন্নয়ন সংস্থার সভাপতি, আল-আমওয়াজ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট শিল্পপতি রাখাল কুমার গোপ (সিআইপি) এর পিতা আজমিরীগঞ্জের নোয়াগড় গ্রামের প্রবীণ মুরুব্বী ও সমাজসেবক দেবেন্দ্র কুমার গোপ বাধ্যক জণিত কারণে বুধবার বিকেল সাড়ে ৪ টায় পরলোক গমন করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১১৩ বছর। মৃত্যুকালে তিনি ৩ পুত্র, ৭ কন্যা নাতি নাতনীসহ সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। সন্ধ্যায় প্রয়াতের লাশের দাহ স্থানীয় শ্মশানঘাটে সম্পন্ন হয়। প্রয়াতের বড় ছেলে আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শচীন্দ্র গোপ ও ২য় ছেলে জ্যোতিময় গোপ। সংযুক্ত আরব আমিরাত আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি রাখাল কুমার গোপ আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক শচীন্দ্র কুমার গোপের পিতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শান্তি করেছেন জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি, হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আব্দুল মজিদ খান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ আলমগীর চৌধুরী, হবিগঞ্জ পৌরসভায় মেয়র আতাউর রহমান সেলিম। এক শোক বার্তায় নেতৃবৃন্দ বলেন-সংযুক্ত আরব আমিরাত আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি রাখাল কুমার গোপ ও জলসুখা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক শচীন্দ্র গোপের পিতা ছিলেন অত্যান্ত ভালো মানুষ। তিনি আওয়ামীলীগের সাথে জড়িত ছিলেন। আমরা প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। এছাড়াও প্রবাসী আওয়ামীলীগ নেতা রাখাল কুমার গোপ ও আওয়ামীলীগ নেতা শচীন্দ্র কুমার গোপের পিতার মৃত্যুতে শান্তি প্রকাশ করেছেন মৌলভী বাজার জেলা কৃষকলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক জ্যোতিময় দাশ জ্যোতি।