চুনারুঘাট প্রতিনিধি ॥ করোনা ভাইরাসের মহামারিতে দরিদ্রদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার’ ১০ কেজি করে চাউল বিতরণ করেছে চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইনিয়ন পরিষদ।
গতকাল বুধবার সকালে আহম্মদাবাদ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবেদ হাসনাত চৌধুরী সনজু এ চাউল বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি অধ্যক্ষ মোঃ আলা উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা হাজী আঃ রহমান আজাদ, চুনারুঘাট রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাংবাদিক নুরুল আমীন, সাংবাদিক ফোরামের সভাপতি আঃ রাজ্জাক রাজু, ইউনিয়ন আ’লীগের সাংগঠনিক সম্পাদক আলী রহমান ও মিজানুর রহমান, ওয়ার্ড আ’লীগ সভাপতি সাংবাদিক আঃ হান্নান, প্রবাসী যুবলীগ নেতা তোফাজ্জল মহালদার, ইউনিয়ন যুবলীগের সম্পাদক সফিকুর রহমান সাপু মেম্বার, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মোঃ জুয়েল তালুকদার, সেক্রেটারী সফিকুল ইসলাম, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শাহিন আলম, ওয়ার্ড যুবলীগ সেক্রটারী আঃ হক রিমু, স্বপন আহমেদ, আঃ জাহির মিয়া প্রমুখ।