স্টাফ রিপোর্টার ॥ সাংবাদিকগণের সাথে মতবিনিময় সভা করেছেন হবিগঞ্জের নবাগত পুলিশ সুপার এস এম মুরাদ আলি। গতকাল মঙ্গলবার বিকাল ৩টায় পুলিশ সুপারের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে নবাগত পুলিশ সুপার এসএম মুরাদ আলির সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা, সদর সার্কেল মাহফুজা আক্তার শিমুল, ডিবির ওসি আল আমিন, হবিগঞ্জ সদর মডেল থানার ওসি মাসুক আলী প্রমুখ। নতুন পুলিশ সুপার সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, হবিগঞ্জ জেলায় মাদক ও জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে। এ জন্য মাদক ও জুয়ার স্পটের তালিকা তৈরি করে অভিযান চালানো হবে। যদি কোনো থানার অফিসার ইনচার্জ আপনাদের দেয়া তথ্য অনুযায়ী আমলে না নেয় তাহলে পুলিশ সুপারকে অবগত করার কথা জানান। পরিচয় গোপন রেখে তিনি নিজেই অভিযানে নেতৃত্ব দিবেন। তবে কাউকে ঘায়েল করতে মিথ্যা তথ্য দিয়ে পুলিশকে ব্যবহার না করার আহ্বান জানান তিনি। এ ছাড়া দাঙ্গা-হাঙ্গামা ও অপরাধমূলক কর্মকান্ড নির্মূল রাখতে সকল থানার অফিসার ইনচার্জকে নির্দেশ দেয়া হয়।