স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের বহুলা এলাকার মাদক ব্যবসায়ী রশিদের আস্তানার সামন থেকে আব্দুল হান্নান (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করে ডিবি পুলিশ। গত সোমবার গভীররাতে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার দেহ তল্লাশী করে ১শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সে ওই গ্রামের আব্দুস সহিদের পুত্র। পুলিশের জিজ্ঞাসাবাদে সে জানায়, আব্দুর রশিদের কাছ থেকে এসব মাদক এনে সে বিক্রি করতো। এ নিয়ে ডিবি পুলিশ বাদি হয়ে মাদক আইনে মামলা করে গতকাল মঙ্গলবার বিকেলে তাকে কারাগারে প্রেরণ করা হয়।