নবীগঞ্জ প্রতিনিধি ॥ পবিত্র ঈল-উল-আজহাকে সামনে রেখে প্রধানন্ত্রীর উপহার হিসেবে নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নে ভিজিএফ কর্মসূচির আওতায় অসহায় হত দারিদ্রদের মাঝে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ এমপি। গতকাল মঙ্গলবার দুপুরে নবীগঞ্জ গজনাইপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে বিনামূল্যে ভিজিএফ কর্মসূচির চাল বিতরন কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, গজনাইপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান সৈয়দ মাহবুব আলী নুরু, প্যানেল চেয়ারম্যান (২) আব্দুল মুকিত, প্যানেল চেয়ারম্যান (৩) সাফিয়া ইয়াসমিন, সংরক্ষিত সদস্য লিপি আক্তার, সাধারণ সদস্য তোফাজ্জল হক বকুল, শাহ জুবায়ের আহমেদ, গোলাম মর্তুজা স্বপন, ইউনিয়ন পরিষদের সচিব সঞ্জয় দাশসহ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। গজনাইপুর ইউনিয়ন পরিষদ ৯টি ওয়ার্ডের ১,৩০৯ জন ভিজিএফ সুবিধাভোগীদের মধ্যে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।