ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ বাবা মোস্তফা মিয়া মারা গেছেন বেশ আগে। ক্যান্সার আক্রান্ত মাকে নিয়ে বাবার বসত ভিটায় স্বল্প আয়ে বসবাস করছিলেন বোন। সেই বোন ও ক্যান্সার আক্রান্ত মাকে প্রায়শই মারধর ও গালিগালাজ করতেন বুলবুল। অবশেষে এমন ঘটনায় বুলবুল আহমেদ (২২) নামের ওই যুবককে মোবাইল কোর্ট পরিচালনা করে ৬ মাসের কারাদ- দেয়া হয়েছে। সোমবার (১২ জুলাই) বিকেলে নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের শতক (কামারগাঁও) গ্রামে এঘটনা ঘটে। দ-প্রাপ্ত বুলবুল ওই গ্রামের মৃত মোস্তফা মিয়ার ছেলে। জানা যায়, নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের শতক (কামারগাঁও) গ্রামের মৃত মোস্তফা মিয়ার ছেলে বুলবুল আহমেদ প্রায়শই ক্যান্সার আক্রান্ত মা ও বোনকে মারধর ও অকথ্য ভাষায় গালিগালাজ করতেন। সোমবার (১২ জুলাই) বিকেলে ফের অসুস্থ মা ও বোনকে গালিগালাজ ও মারধর করেন বুলবুল। এ ঘটনায় স্থানীয় লোকজন ক্ষুব্দ হয়ে বুলবুলকে আটক করে রাখেন। খবর পেয়ে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মহি উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে যান। পরে ক্যান্সার আক্রান্ত মা ও বোনকে মারধর ও গালিগালাজের দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে বুলবুল আহমেদ (২২) কে ৬ মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করেন। নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মহি উদ্দিন মোবাইল কোর্ট পরিচালনার সত্যতা নিশ্চিত করেছেন।