স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌর এলাকার ২ হাজার কর্মহীন ও ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা হিসেবে ত্রাণ বিতরণ করেছে হবিগঞ্জ পৌরসভা। গতকাল সোমবার হবিগঞ্জ পৌরসভার ৯টি কেন্দ্রে ওই ত্রাণ বিতরণ কর্মসুচীর উদ্বোধন করেন মেয়র আতাউর রহমান সেলিম। ত্রাণ বিতরণ কর্মসূচীতে ৯ টি ওয়ার্ডের কর্মহীন, ক্ষতিগ্রস্থ ও দরিদ্র পরিবারের মাঝে ৫ কেজি করে চাল বিতরণ করা হয়। হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম বলেন, ‘বর্তমান সরকার দুর্যোগকালে দুঃস্থ মানুষের পাশে থেকে সাধারণ মানুষের দুর্দশা লাঘবে কাজ করে যাচ্ছে।’ কর্মসুচী চলাকালে পৌরসভার কাউন্সিলরদের মাঝে উপস্থিত ছিলেন মোঃ জাহির উদ্দিন, গৌতম কুমার রায়, মোঃ আবুল হাসিম, মোহাম্মদ জুনায়েদ মিয়া, আলাউদ্দিন কুদ্দুছ, পান্না কুমার শীল,টিপু আহমেদ, শাহ সালাউদ্দিন আহাম্মদ টিটু, সফিকুর রহমান সিতু, প্রিয়াংকা সরকার, খালেদা জুয়েল ও সুমা জামান।