বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে পুকুরের জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে এক প্রবাসী যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। ঘটনাটি ঘটেছে গতকাল রোববার বিকাল সাড়ে ৩ টার দিকে উপজেলার পুটিজুরী ইউনিয়নের মিরেরপাড়া গ্রামে। পুলিশ ও এলাকাবাসী জানান, উপজেলার মিরেরপাড়া গ্রামের মৃত শাহ মুজাম্মিল হোসেন ময়না মিয়ার পুত্র প্রবাসী ফয়সল মিয়া (৩০) এর সাথে একই গ্রামের খুর্শেদ আলীর পুত্র মোতাহির মিয়া ও মোশাহিদ মিয়া গংদের সাথে বিরোধ চলে আসছে। এ বিরোধের বিষয়টি আপোষ নিষ্পত্তির প্রেক্ষিতে গতকাল রোববার অপরাহ্নে স্থানীয় মুরুব্বীগণ পুকুরের জায়গার সীম-সীমানা নির্ধারণের কাজ শুরু করেন। বিকাল সাড়ে ৩টার দিকে পুকুরের জায়গার সীমানায় খুঁটি গাঁথা অবস্থায় প্রবাসী ফয়সল মিয়াকে কুপিয়ে গুরুতর জখম করে প্রতিপক্ষের লোকজন। ঘটনার পরপর আহত ফয়সল মিয়াকে বাহুবল হাসপাতাল নিয়ে আসলে কর্তৃব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত ফয়সল মিয়া অনুমান একবছর আগে বিয়ে করেন। তার স্ত্রী বর্তমানে অন্তঃসত্ত্বা।
এ ব্যাপারে বাহুবল মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আলমগীর কবির ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।