এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ পৌর শহরসহ উপজেলার বিভিন্ন হাট বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে ৭টি মামলা এবং ৮ হাজার ৫শ টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল রবিবার (১১ জুলাই) সকাল থেকে নবীগঞ্জ উপজেলার পৌর এলাকার বিভিন্ন বাজার ও ইনাতগঞ্জ, বান্দের বাজার, সাইনবোর্ড বাজার, আউসকান্দি বাজারে সেনাবাহিনীর সহযোগিতায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট উত্তম কুমার দাশ’র নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করে স্বাস্থ্য বিধি অমান্যকারীদের বিরুদ্ধে দন্ডবিধি ১৮৬০ এর ১৮৮/২৬৯ এবং সংক্রামক রোগ (প্রতিরোধ নিয়ন্ত্রণ ও নির্মুল) আইন ২০১৮ অনুযায়ী উল্লেখিত মামলা ও জরিমানা করেন। অভিযান চলাকালে মোটর সাইকেল আরোহীদের হেলমেট পরার জন্য প্রাথমিক ভাবে সতর্ক করা হয়। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান দায়িত্বরতরা। মোবাইল কোর্টের তথ্য নিশ্চিত করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ।