স্টাফ রিপোর্টার ॥ করোনায় আক্রান্ত হয়ে চুনারুঘাটে আরো একজন মারা গেছেন। নিহত মহিলার নাম মনোয়ারা বেগম (৬৫)। তার বাড়ি চুনারুঘাট উপজেলায়। করোনার উপসর্গ দেখা দিলে তিনি নমুনা দিলে গত ৩ জুন পজেটিব রিপোর্ট আসে। পরে তার শারীরিত অবস্থার অবনতি ঘটলে সিলেটের একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল তিনি মারা যান। এ নিয়ে জেলায় মোট মৃত্যু সংখ্যা ২৩ জন।
এদিকে গতকাল হবিগঞ্জ জেলায় নতুন করে আরো ৪০ জন আক্রান্ত হওয়ার রিপোর্ট এসেছে। ৮৪ জনের নমুনা পরীক্ষা করে ৪০ জন আক্রান্ত হয়। আক্রান্তের হার ৪৭.৬%। এর মধ্যে হবিগঞ্জ সদর উপজেলার ১৬ জন, নবীগঞ্জ উপজেলার ৯জন, মাধবপুর উপজেলার ৬জন, চুনারুঘাট উপজেলার ৪ জন, বাহুবল উপজেলার ৩ জন ও লাখাই উপজেলার ২জন। এনিয়ে জেলায় মোট আক্রান্ত ৩ হাজার ২১০ জন, সুস্থ হয়েছেন ২ হাজার ১৩২ জন।