স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে করোনা ভাইরাসজনিত কারণে ক্ষতিগ্রস্থ ও দুঃস্থদের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মানবিক সহায়তা প্রদান করা হয়। গতকাল রবিবার (১১ জুলাই) বিকাল ৩টায় হবিগঞ্জ জেলা শিল্পকলা একাডেমীতে মানবিক এ সহায়তা প্রদান করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মিন্টু চৌধুরীর সভাপতিত্বে এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন হবিগঞ্জ পৌরসভা মেয়র আতাউর রহমান সেলিম, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি বিজেন ব্যার্নাজি, উপ-পরিচালক স্থানীয় সরকার বিভাগ তৌহিদ আহমেদ সজল, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, এনডিসি শাহ জহরুল হোসাইন প্রমুখ। এ সময় বক্তাগণ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষনা অনুযায়ী দেশে একজন মানুষ অনাহারে থাকবেনা। তাই দেশের উন্নয়নের জন্য সবাইকে কাজ করতে হবে। তাছাড়া সরকারী বিধিনিষেধ পালনের মাধ্যমে করোনা মহামারীকে মোকাবেলা করতে হবে। এ সময় ৮৩ জন ক্ষতিগ্রস্থ ও দুঃস্থদের মাঝে তেল, ডাল, ফিয়াজ ও অন্যান্য নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়।