নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা সহকারী ভূমি কমিশনার (ভুমি) উত্তম কুমার দাশ মানবতার বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন। একজন মানষিক ভারসাম্যহীন ভবেঘুরে মহিলার সন্ধান পেয়ে ছুটে যান তার কাছে। নিজ হাতে পড়িয়ে দেন নতুন কাপড়। ভবেঘুরে মহিলাটির নাম নেহার বেগম। এ ঘটনাটি দেখে স্থানীয়রা আনন্দে আত্মহারা। এলাকায় আলোড়ন সৃষ্টি হয়েছে। সদ্য যোগদানকারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ যোগদান করেই চলমান লকডাউন বাস্তবায়নে এবং মানুষের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। প্রতিদিন উপজেলার বিভিন্ন হাট বাজারে অভিযান পরিচালনা করে স্বাস্থ্য বিধি অমান্যকারীদের বিরুদ্ধে মামলা ও জরিমানা দন্ড দিচ্ছেন। সহযোগিতায় রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর একদল সেনা সদস্য। ইতিমধ্যে তিনি জানতে পারেন নবীগঞ্জ পৌর এলাকার রাজাবাদ এলাকায় মানুষিক ভারসাম্যহীন একজন মহিলা রাস্তায় বস্ত্রহীন অবস্থায় চলাফেরা করছে। বৃহস্পতিবার (৮ জুলাই) দায়িত্ব পালনকালে মহানুভতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন এই কর্মবীর সহকারি কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ। ২টি শাড়ী, ব্লাউজ, সেলোয়ার নিয়ে উপস্থিত হন ওই ভবেঘুরে মহিলার কাছে। নিজ হাতেই কাপড় পড়িয়ে দেন সহকারী কমিশনার (ভুমি) উত্তম কুমার দাশ। এ সময় একদল সেনাবাহিনী সহযোগিতা করেন। সেনাবাহিনীর নেতৃত্ব দেন ক্যাপ্টেন সাখাওত হোসেন। শহরতলীর রাজাবাদ গ্রামের এক সং¤œান্ত পরিবারে জন্ম নেয়া নেহার বেগম প্রায় দীর্ঘ ১৫/২০ বছর ধরে মানুষিক ভারসাম্যহীন হলে রাস্তায় বস্ত্রহীন অবস্থায় ঘুরে বেড়ায়। যখন ইচ্ছা হয় কাপড় পড়ে। নতুবা বেশীর ভাগ সময়ই বস্ত্রহীন অবস্থায় থাকেন।
একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এর এমন দায়িত্বপুর্ণ মহানুভতা দেখে এলাকার লোকজন আনন্দে আত্মহারা। তারা কৃতজ্ঞতা প্রকাশ করেন ওই কর্মকর্তার প্রতি। তারা বলেন, এমন মনোভাব দেশের সকল স্তরের সরকারি কর্মকর্তাদের মাঝে বিদ্যমান থাকলে বাংলাদেশ আরো এগিয়ে যাবে। সহকারী কমিশনার ভূমি উত্তম কুমার দাশে’র এই অনন্য দৃষ্টান্তের মহানুবতা একটি মাইলফলক হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন সচেতন নাগরিক সমাজ।