স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ২ জন মারা গেছেন। চিকিৎসাধিন অবস্থায় গতকাল একজন ঢাকা ও একজন হাসপাতালে মারা যান।
হবিগঞ্জ পৌরসভার মাছুলিয়া এলাকাবার বাসিন্দা হবিগঞ্জ জেলা কৃষকলীগের সহ-সভাপতি বিশিষ্ট ঠিকাদার আলহাজ্ব মোঃ আব্দুল হেকিম (৬৫) এর করোনা উপসর্গ দেখা দিলে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নমুনা প্রদান করেন। গত ২১ জুন পজেটিভ রিপোর্ট আসে। পরে তিনি ঢাকা বারডেম হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধিন অবস্থায় গতকাল রবিবার সকালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন)। গতকালই মৃতদেহ হবিগঞ্জ নিয়ে আসলে সন্ধ্যা সাড়ে ৭ টায় অনন্তপুর জামে মসজিদে জানাযা নামাজ শেষে দাফন করা হয়।
অপর দিকে শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক, বাহুবল উপজেলার হিলালপুর মাস্টার বাড়ির বাসিন্দা মোঃ জবররু মিয়া তালুকদার গতকাল ইন্তেকাল করেছেন। মোঃ জবরু মিয়া তালুকদার (৬০) এর করোনা উপসর্গ দেখা দিলে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নমুনা প্রদান করেন। গত ২৮ জুন পজেটিভ রিপোর্ট আসে। পরে তিনি সিলেট নর্থ ইষ্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে ইন্তেকাল করেন ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন। তিনি দীর্ঘদিন শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয়ে সুনামের সাথে শিক্ষকতার দায়িত্ব পালন করেন। তিনি জবরু স্যার হিসেবে পরিচিত। এদিকে গতকাল হবিগঞ্জে নতুন করে আরো ৫৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্তের হার ৪৬.১%। আক্রান্তদের মধ্যে হবিগঞ্জ সদর উপজেলার ২৩ জন, চুনারুঘাট উপজেলার ১২ জন, মাধবপুর উপজেলার ৭ জন, বাহুবল উপজেলার ৬ জন, নবীগঞ্জ উপজেলার ৪জন, বানিয়াচং উপজেলার ১জন ও আজমিরীগঞ্জ উপজেলার ১জন। এনিয়ে হবিগঞ্জ জেলায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৮৯২ জন, এর মধ্যে সুস্থ হয়েছেন ২ হাজার ১১০ জন। করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত জেলায় ২১ জন মৃত্যুবরণ করেছেন।