মখলিছ মিয়া ॥ বানিয়াচং থানা পুলিশ আন্তঃজেলা ডাকাতদলের দুই সদস্যকে গ্রেফতার করেছে। ছদ্মবেশে দিরাইয়ের আকিলশাহ বাজারে অভিযান চালিয়ে ডাকাতদের গ্রেফতার করা হয়। এরা হলো বানিয়াচং উপজেলার উমরপুর গ্রামের মৃত দোস মোহাম্মদ ওরফে ছাউ মিয়ার ছেলে রমজান আলী (২৫) ও দিরাই উপজেলার আকিলশাহ পুরান বাজার এলাকার মৃত আব্দুল মতলিব এর ছেলে আঃ ছালাম (৩৫)। পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতরা বানিয়াচং থানায় দায়েরকৃত ১৯নং ডাকাতি মামালার পলাতক আসামী। তাদেরকে ধরতে পুলিশ দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়ে আসছিল। গত সোমবার থানার ওসি লিয়াকত আলীর কাছে খবর আসে যে, এরা দিরাইয়ে অবস্থান করছে। এ খবরের ভিত্তিতে বানিয়াচং থানার এসআই ডিএমএ মজিদকে সঙ্গীয় ফোর্স নিয়ে দিরাই গিয়ে অভিযান চালানোর নির্দেশ দেন ওসি। নির্দেশ পেয়ে দারোগা ডিএমএ মজিদ দিরাই থানা পুলিশের সহযোগিতায় আকিলশাহ বাজারে ক্রেতার ছদ্মবেশে সোমবার সন্ধ্যায় অভিযান চালিয়ে ডাকাতদের গ্রেফতার করতে সক্ষম হন। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতির মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। গ্রেফতারকৃত ডাকাতরা কয়েক মাস পূর্বে বানিয়াচং উপজেলার দাউদপুর গ্রামের ধনাঢ্য হাজী ফজলু মিয়ার বাড়ীসহ ৩টি বাড়ীতে ডাকাতির সাথে জড়িত বলে পুলিশ জানিয়েছে। তাদেরকে বানিয়াচং থানায় নিয়ে আসার খবর পেয়ে উৎসুখ জনতা এক নজর দেখতে থানা প্রাঙ্গণে ভিড় জামায়।