স্টাফ রিপোর্টার ॥ ‘সময়ের সাথে আগামীর পথে’ স্লোগানকে নিয়ে ১৮ বছর পেরিয়ে ১৯ বছরে পদার্পণ করেছে দেশের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এনটিভি। জন্মলগ্ন থেকেই এনটিভি বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন করে অল্প সময়েই তা দর্শক শ্রোতাদের মন জয় করে নিয়েছে। সুস্থ বিনোদনমূলক অনুষ্ঠান প্রচার করে দর্শক হৃদয়ে বিশেষ স্থান দখল করেছে। আগামীতেও এনটিভি বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় বিশেষ ভূমিকা রাখবে। শুধু তাই নয়, গঠনমূলক সংবাদ প্রচারের মাধ্যমে এনটিভি হবিগঞ্জের উন্নয়নেও ভূমিকা রাখবে। রবিবার এনটিভির ১৯ বছরে পদার্পণ উপলক্ষে বৃক্ষ রোপন, মাস্ক ও চিকিৎসকদের মাঝে পিপিই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা (বিপিএম, পিপিএম) এসব কথা বলেন। এনটিভি হবিগঞ্জ প্রতিনিধি হারুনুর রশিদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলমগীর চৌধুরী, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, সাবেক সভাপতি ও দৈনিক হবিগঞ্জের জনতার এক্সপ্রেস সম্পাদক মোঃ ফজলুর রহমান, মুন জেনারেল হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শামছুল আলম সাজু, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ নূর উদ্দিন, ডাঃ ফাতেমা খানম, ডাঃ সামিয়া তাবাস্সুম, ডাঃ রাহুল দেব রায়, রেড ক্রিসেন্ট সোসাইটি হবিগঞ্জ ইউনিটের সাবেক যুব প্রধান পংকজ দাশ পল্লব, এশিয়ান টিভি হবিগঞ্জ প্রতিনিধি এসএম সুরুজ আলী, ইউরো ফার্মাসিউটিক্যালস লিঃ এর এরিয়া ম্যানেজার সাহাদাত হোসেন সানু। এ ছাড়াও অনুষ্ঠানে মুন জেনারেল হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী এবং রেড ক্রিসেন্ট সোসাইটি হবিগঞ্জ ইউনিটের স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন। পরে পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা অতিথিদের নিয়ে চিকিৎসকদের মাঝে পিপিই এবং সাধারণ পথচারি ও রিক্সা চালকদের মাঝে মাস্ক বিতরণ করেন। পরে দুপুরে হবিগঞ্জ প্রেসক্লাব ভবনের সামনে বৃক্ষ রোপন করা হয়। প্রধান অতিথি হিসেবে বৃক্ষ রোপন উদ্বোধন করেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম। এতে বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী মাসুদ আলী ফরহাদ, সাবেক সাধারণ সম্পাদক ও কালেরকন্ঠ হবিগঞ্জ প্রতিনিধি অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামান, সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক হবিগঞ্জ সমাচার পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক রাসেল চৌধুরী, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি শাকিল চৌধুরী, এয়ারলিংক চেয়ারম্যান মোহাম্মদ নূর উদ্দিন জাহাঙ্গীর, দৈনিক হবিগঞ্জের মুখ পত্রিকার বার্তা সম্পাদক মঈন উদ্দিন আহমেদ ও স্টাফ রিপোর্টার ফয়সল মাহমুদ। বৃক্ষ রোপন শেষে মেয়র আতাউর রহমান সেলিম পথচারি ও রিক্সাচালকদের মাঝে মাক্স বিতরণ করেন। এ সময় তিনি বলেন, করোনাকালীন সময়ে সাধারণ জনগণের মাঝে মাস্ক বিতরণ, বৃক্ষ রোপন ও চিকিৎসকদের মাঝে পিপিই বিতরণ এনটিভির একটি মহৎ উদ্যোগ। এই সময়ে এ ধরণের এটি উদ্যোগ প্রশংসার দাবি রাখে। তিনি স্বাস্থ্যবিধি মেনে চলতে সকলের প্রতি আহবান জানান। এছাড়াও তিনি এমপি আবু জাহির, জেলা প্রশাসক ইশরাত জাহানসহ করোনা আক্রান্ত সকলের আরোগ্য কামনা করে এনটিভির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।