স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির ও তার সহধর্মীনী জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলেয়া জাহিরের করোনা মুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বাদ যোহর আমেরিকা প্রবাসী শাহিন আহমেদের উদ্যোগে গোবিন্দপুর জামে মসজিদে এ দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ টেনু মিয়া, হাজী আলফু মিয়া, হাজী হরমুজ আলী, মোঃ নানু মিয়া, মোঃ ফরিদ উদ্দিন, মোঃ আব্দুল কাদির, মোঃ আব্দুন নূর, হাজী আতাউর রহমান, হাজী ইদ্রিছ আলী, মোঃ রজব আলী, মোঃ নিম্বর মিয়া, মোঃ আব্দুল মজিদ, মোঃ আইয়ুব আলী, মোঃ ছায়েব আলী, আব্দুল শহিদ, হাজী আব্দুল হক, মোঃ আলখাছ মিয়া, ছাত্রলীগ নেতা নাইম আহমেদ, আকাশ মিয়া প্রমূখ। দোয়া ও মিলাদ পরিচালনা করেন গোবিন্দপুর জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল হাই।