স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও হবিগঞ্জ-লাখাই-শায়েস্তাগঞ্জ আসনের সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির আবারও করোনায় আক্রান্ত হয়েছেন। তাঁর রোগমুক্তি কামনায় আওয়ামী লীগ পরিবারের উদ্যোগে হবিগঞ্জ শহরের বিভিন্ন মসজিদে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার জুমা নামাজের পর শহরের চৌধুরী বাজার কেন্দ্রীয় জামে মসজিদ, কোর্ট মসজিদ, চাঁন মিয়া জামে মসজিদ, রেলওয়ে মসজিদ, উমেদনগর টাইটেল মাদ্রাসা মসজিদ, তেঘরিয়া মসজিদ, মাহমুদাবাদ জামে মসজিদ ও আল আতরাফ মসজিদে অনুষ্ঠিত মিলাদে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ আলমগীর চৌধুরী, হবিগঞ্জ পৌর মেয়র আতাউর রহমান সেলিম, এডভোকেট সুলতান মাহমুদ, একেএম মোস্তফা কামাল আজাদ রাসেল, আব্দুস সহিদ সালেক, আব্দুর রহিম, মঈন উদ্দিন চৌধুরী সুমন, আব্দুর রকিব রনি, ডাঃ ইশতিয়াক চৌধুরী রাজ, ইকবাল খান, রুহুল আমিন, এম এ মামুন, ফয়জুর রহমান রবিন, মাহবুবুর রহমান মোহন, মুর্শেদ চৌধুরী, আবু সাঈদ জনি, আশিকুর রহমান আকাশ, আকিকুর রহমান বিশ্বাস, সামিউর রহমান সামিসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।