প্রেস বিজ্ঞপ্তি ॥ লায়ন্স কাব্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট-৩১৫-বি-১ এর লায়ন্স ক্লাব হবিগঞ্জের গতকাল রাত্রে আমির চান কমপ্লেক্স এ এক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন লায়ন্স ক্লাব অব হবিগঞ্জের প্রেসিডেন্ট লায়ন মোঃ লিটন মিয়া। পরিচালনা করেন সেক্রেটারী লায়ন মোঃ মামুনুর রশীদ। সভা ও বিদায়ী বক্তব্য শেষে ২০২১-২২ সালের প্রেসিডেন্ট লায়ন আলহাজ¦ মোজাহিদ হোসেন চৌধুরী, সেক্রেটারী লায়ন মঈন উদ্দিন চৌধুরী সুমন ও ট্রেজারার লায়ন কাজী মহিবুর রহমান সেলিমের নিকট দায়িত্ব হস্তান্তর করা হয়। এতে বক্তব্য রাখেন লায়ন্স ক্লাব অব হবিগঞ্জের পাস্ট প্রেসিডেন্ট ও মির্জাপুর হাই স্কুলের প্রতিষ্ঠাতা লায়ন মোঃ রফিক মিয়া, পাস্ট প্রেসিডেন্ট লায়ন এডভোকেট এস এম আলী আজগর, ফাস্ট ভাইস প্রেসিডেন্ট লায়ন এস এম আব্দুল আউয়াল, সেকেন্ড ভাইস প্রেসিডেন্ট ও আজমিরীগঞ্জ উপজেলা চেয়ারম্যান লায়ন মর্তুজা হাসান, থার্ড ভাইস প্রেসিডেন্ট লায়ন গাজী মিজবাহ উদ্দিন, ডিরেক্টর লায়ন মোঃ আব্দুর রহমান, লায়ন মোঃ আব্দুল আহাদ, লায়ন মোঃ জালাল উদ্দিন ও লায়ন এড. শিবলী খায়ের।