স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা কারাগারে সহোদরকে হত্যা মামলার একমাত্র আসামী রিংকু চন্দ্র মোদক (৩৫) এর মৃত্যু হয়েছে। সে আজমিরীগঞ্জ উপজেলার পুকুরপাড় এলাকার মানিক চন্দ্র মোদকের ছেলে। গতকাল বৃহস্পতিবার সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষ তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে এলে ডাক্তার দেবাশীস দাশ তাকে মৃত ঘোষণা করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব দেব রায়ের উপস্থিতিতে সদর থানার এসআই অভিজিৎ ভৌমিক লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন। গত বছরের ১৯ জুলাই হবিগঞ্জ শহরের ঘাটিয়াবাজার এলাকায় ছোট ভাই রিংকু মোদকের ছুরিকাঘাতে বড় ভাই পিংকু মোদক নিহত হয়। স্থানীয় লোকজন রিংকু মোদককে ছুরিসহ আটক করে পুলিশে দেয়। এ ঘটনায় একটি হত্যা মামলা হলে রিংকু মোদক আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি দেয়। মামলাটি বিচারাধীন রয়েছে। প্রায় ১ বছর ধরে সে জেল হাজতে ছিল। এ বিষয়ে জেলার জয়নাল আবেদীন ভূইয়া জানান, রিংকু মোদক মানসিক রোগী। তাকে পাবনা ও সিলেটসহ বিভিন্ন স্থানে চিকিৎসা করানো হয়েছে। গতকাল সকালে সে স্ট্রোক করলে তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে তার মৃত্যু হয়। আইন অনুযায়ী ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়।