স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার মুকন্দপুর গ্রামে ইউনুছ মিয়া (৪৫) নামের এক ব্যক্তি বিষপানে আত্মহত্যা করেছেন। তিনি ওই গ্রামের ইয়াকুব আলীর পুত্র। গতকাল মঙ্গলবার সকালে পারিবারিক কলহের জের ধরে বিষপান করেন। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে মাধবপুর হাসপাতালে এবং পরে আশংকাজনক অবস্থায় তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সদর থানা পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরি মর্গে প্রেরণ করেছে। তবে আত্মহত্যার কারণ জানা যায়নি। মৃত্যুর কারণ জানার চেষ্টা করছে পুলিশ।