আবুল কাসেম, লাখাই থেকে ॥ লাখাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্টিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাংজ এর সভাপতিত্বে অনুষ্টিত সভায় উপদেষ্টা হিসাবে বক্তব্য রাখেন, লাখাই উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মুশফিউল আলম আজাদ। এ সময় অন্যন্যদের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম, করাব ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হাই কামাল, সরদার ওমর ফারুক, প্রেসক্লাব সভাপতি আবুল কাশেম, হিন্দু বৌদ্ধ্য খৃষ্টান ঐক্য পরিষদের দেবাশীষ আচার্য্য। সভায় আগামী ঈদকে সামনে রেখে সকলক্ষেত্রে আইন শৃংখলা পরিস্থিত স্বাভাবিক ও সম্মন্নত রাখতে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে নির্দেশ দেন।