সোমবার, ৩১ মার্চ ২০২৫, ০৩:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজ চাঁদ দেখা গেলে কাল ঈদ লাখাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে সাবেক ছাত্র নেতা সাকিন আহমেদের পক্ষ থেকে ছাত্রশিবিরকে মোটরসাইকেল প্রদান ঈদ আনন্দ নেই জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানে শহীদ আজমত আলীর পরিবারে নবীগঞ্জে তারেক রহমানের পক্ষ থেকে শহীদ আজমত আলীর পরিবারকে ছাত্রদলের ঈদ উপহার প্রদান শায়েস্তাগঞ্জের মোতাব্বির হোসেন কাজল যৌথবাহিনীর হাতে গ্রেপ্তার বানিয়াচং উপজেলা যুবদলের ইফতার ও দোয়া মাহফিল নবীগঞ্জে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার পবিত্র ঈদ উল ফিতর এর শুভেচ্ছা, ঈদ মোবারক ঈদগাহে ঈদের জামাত পড়া নিয়ে মতবিরোধ ॥ নবীগঞ্জে ছুরিকাঘাতে এক ব্যক্তির মৃত্যু

হবিগঞ্জে নাগরিক শোক সভায় বিশিষ্ট নাগরিকদের অভিমত ॥ দেশের জন্য আমৃত্যু কাজ করেছেন ভাষা সৈনিক বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান চৌধুরী

  • আপডেট টাইম রবিবার, ২৭ জুন, ২০২১
  • ৩০৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে ভাষা সৈনিক বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান চৌধুরীর মৃত্যুতে নাগরিক শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুরে হবিগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ক্লাব মিলনায়তনে এ শোকসভা অনুষ্ঠিত হয়। হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি ও বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক চৌধুরী মাসুদ আলী ফরহাদের সঞ্চালনায় শোক সভায় প্রধান অতিথি ছিলেন-হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির। বিশেষ অতিথি ছিলেন-জেলা প্রশাসক ইশরাত জাহান, হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলমগীর চৌধুরী, হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম, হবিগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী, আজমিরীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মর্তুজা হাসান, নিউইয়র্ক মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইমদাদুর রহমান চৌধুরী। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ আব্দুজ জাহের, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, মোঃ ফজলুর রহমান, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ নাহিজ, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সুলতান মাহমুদ, জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক ময়েজ উদ্দিন শরীফ রুয়েল, মুক্তিযোদ্ধা প্রাতিষ্ঠানিক সন্তান কমান্ডের সভাপতি প্রভাষক পারভেজ আহমেদ চৌধুরী, সাধারণ সম্পাদক শাহ জয়নাল আবেদীন রাসেল প্রমূখ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল, হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্টিজ এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মিজানুর রহমান শামীম, অ্যাডভোকেট আব্দুস শহীদ, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নির্মল ভট্টাচার্য্য রিংকু, সায়েদুজ্জামান জাহির, শাহ ফখরুজ্জামান, রাসেল চৌধুরী, শফিকুল আলম চৌধুরী, আব্দুল মঈন চৌধুরী টিপু, প্রদীপ দাশ সাগর, শাকিল চৌধুরী, আবু ছালেহ নুরুজ্জামান চৌধুরী শওকত, আশরাফুল ইসলাম কুহিনুর, এসএম সুরুজ আলী, মোঃ ছানু মিয়া, মুজিবুর রহমান, কাউছার আহমেদ, সাইফুর রহমান তারেক, আজহারুল ইসলাম চৌধুরী মুরাদ, নায়েব হোসাইন, অ্যাডভোকেট মুসা মিয়া, জাহাঙ্গীর আলম, এমাদ উদ্দিন আনছারী প্রমূখ। সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি আবু জাহির বলেন, ভাষা সৈনিক ও বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান চৌধুরী ছিলেন একজন সাদা মনের মানুষ। তিনি আমৃত্যু দেশের জন্য কাজ করেছেন। বিশেষ করে হাওর এলাকায় আওয়ামী লীগকে সংগঠিক করতে তিনি আন্তরিকভাবে সহযোগিতা করেছেন। হাওর এলাকার অনেক যুবককে তিনি প্রশিক্ষণ দিয়ে মুক্তিযুদ্ধে প্রেরণ করেছিলেন। ওই এলাকার শিক্ষার উন্নয়নে রয়েছে তার অনেক অবদান। তার মত ব্যাক্তি ছিল আমাদের জন্য অনুপ্রেরণার উৎস। এই ধরনের কৃতিমান ব্যক্তির মৃত্যু আমাদের জন্য অপূরণীয় ক্ষতি। সভায় বক্তারা বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান চৌধুরীর স্মৃতি রক্ষার্থে আজমিরীগঞ্জ-বানিয়াচং-ভায়া শিবপাশা সড়ক ও সৌলরী এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের নামকরণ বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান চৌধুরীর নামে করার দাবী জানালে প্রধান অতিথি বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনার আশ্বাস দেন এবং এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে ঘোষণা দেন। শোক সভায় মোনাজাত পরিচালনা করেন শাহজাহালাল দারুণ-সুন্নাত মডেল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুফতি মোস্তাফিজুর রহমান আল-আজহারী। শোক সভায় বীর মুক্তিযোদ্ধা, আইনজীবি, সাংবাদিক, সাংস্কৃতিকসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন। এছাড়াও সভায় হবিগঞ্জ শহর ও বানিয়াচং-আজমিরীগঞ্জ থেকে বিপুল সংখ্যক গন্যমান্য ব্যক্তিবর্গ শোক সভা ও দোয়া মাহফিলে অংশ গ্রহন করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com