ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলায় পুকুরের পানিতে ডুবে শিপ্রা রাণী দাশ (১২) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৫ জুন) সন্ধ্যায় উপজেলার করগাঁও ইউনিয়নের পাটলি গ্রামে এ ঘটনা ঘটে। শিপ্রা রাণী দাশ ওই গ্রামের মাহেন্দ্র দাশের মেয়ে। জানা যায়, শুক্রবার বিকেলে পরিবারের সদস্যদের অগোচরে প্রতিবন্ধী শিপ্রা রাণী দাশ বাড়ির পাশ্ববর্তী পুকুরে পড়ে যায়। পরিবারের সদস্যরা সকল সম্ভাব্য স্থানে খুঁজাখুঁজি করে তার সন্ধান পাননি। এক পর্যায়ে সন্ধ্যায় পুকুরে শিপ্রা রাণী দাশ দেহ ভেসে ওঠে। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। করগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছাইম উদ্দিন মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।