চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট সীমান্তের গুইবিলে রুপন মিয়া নামে এক মাদক ব্যবসায়ীকে ধরিয়ে দেওয়ার সন্দেহে মহিলাসহ ৫জন কে কুপিয়ে আহত করেছে চোরা-কারবারিরা।
মানিকভান্ডার গ্রামের আহত নুর মোহাম্মদ মিয়ার পুত্র ফুল মিয়া (৪৫) ও তার স্ত্রী রোজিনা বেগম (৩৫), সুলতান মিয়ার পুত্র সজীব মিয়া (১৬), সুলতান মিয়ার স্ত্রী আলেয়া খাতুন (৫০)কে চুনারুঘাট হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে জোসনা বেগম ও সজিব মিয়ার অবস্থা গুরুতর।
এলাকাবাসী ও আহতরা জানান, বৃহস্পতিবার রাতে ভারত সীমান্তের ১৯৬৯ পিলারের কাছ থেকে মাদক কারবারি রুপন কে ৬কেজি গাঁজা ও ৯৩ পিচ ইয়াবাসহ আটক করে গুইবিল বিজিবি। আটক রুপনের পরিবার ও চোরা-কারবারিদের ধারণা আহত ব্যক্তিরা তাকে মাদকসহ ধরতে সহযোগীতা করেছেন। এর জের ধরে শনিবার বিকালে চোরাকারবারি ও রুপনের আত্মীয় স্বজনরা বৈঠক করে। পরে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ফুল মিয়া ও তার পরিবারের লোকজনের উপর অতর্কিত হামলা চালায়। খবর পেয়ে গুইবিল সীমান্ত ফাঁড়ির সুবেদার সেলিম আহমদ তাদেরকে উদ্ধার করে চুনারুঘাট হাসপাতালে ভর্তি করেন।
চুনারুঘাট থানার ওসি মোঃ আলী আশরাফ বলেন, অপরাধি যেই হোক ছাড় দেয়া হবেনা। আহতদের চিকিৎসার চলছে। অভিযোগ হলে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
এদিকে বিজিবি’র হবিগঞ্জ ৫৫ ব্যাটালিয়নেরর অধিনায়ক লেঃ কর্ণেল সামীউন্নবী চৌধুরী বলেন, চোরা-কারবারীদের দৌরাত্ম্য বরদাশত করা হবে না। মাদক ব্যবসায়ী যত শক্তিশালী হোক আইন তাকে ছাড় দেবেনা। তিনি আহতদের চিকিৎসার খোজ-খবর নেন।