প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ শহরের রামকৃষ্ণ মিশন রোডস্থ ঘাটিয়া বাজারের পুরাতন কৃষি ব্যাংক ভবনের ২য় তলায় গতকাল সন্ধ্যায় ডক্টর’স ডেন্টাল জোনের শুভ উদ্বোধন করা হয়েছে। ডক্টর’স ডেন্টাল জোনের চীফ কনসালট্যান্ট ডাঃ শুভ্রজিৎ রায়ের পরিচালনায় শুভ উদ্বোধন করেন হবিগঞ্জ পৌরসভার মেয়র মোঃ আতাউর রহমান সেলিম।
এ সময় উপস্থিত ছিলেন, অনুপ কুমার দেব মনা, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এডঃ নির্মল ভট্টাচার্য্য রিংকু, ডক্টর’স ডেন্টাল জোনের স্বত্বাধিকারী অভিজিৎ রায়, রঞ্জিত কুমার রায় বাদল। এছাড়াও এতে শহরের বহু গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ডক্টস’র ডেন্টাল জোন-এ ডাঃ শুভ্রজিৎ রায় ছাড়াও রোগী দেখবেন ডাঃ পলি দাস ও ডাঃ কাকলী রায়। ডক্টর’স ডেন্টাল জোনের চীফ কনসালট্যান্ট ডাঃ শুভ্রজিৎ রায় জানান, শুভ উদ্বোধন উপলক্ষ্যে পুরা জুন মাসে রোগীদের ফ্রি ডেন্টাল চেকআপ করা হবে।