স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ প্রেসক্লাবের সদস্য নুরুজ্জামান ভূইয়া মামুন এর শ্বশুর রিচি ঈশান কোণাস্থ শাহজী বাড়ির সাবেক অডিটর বিশিষ্ট মুরুব্বী শাহ সিরাজুল ইসলাম বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন। বৃহস্পতিবার বিকেলে ঢাকার মিরপুরস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ছেলে, মেয়ে, নাতি, নাতনিসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার বাদ মাগরিব ঢাকায় জানা নামাজ শেষে মৃতদেহ গ্রামের বাড়ি রিচি নিয়ে আসা হয়। রাত প্রায় দেড় টায় রিচি শাহী ঈদ গায়ে দ্বিতীয় জানাযা নামাজ শেষে রাতেই দাফন করা হয়।