আবুল কাসেম, লাখাই থেকে ॥ লাখাই উপজেলায় পূর্ব বুল্লা গ্রামে শারদাঞ্জলি ফোরাম হবিগঞ্জ জেলা শাখা কর্তৃক পরিচালিত শুক্রবার সকাল ১১টায় অপরাজিতা শারদাঞ্জলি গীতা নিকেতন পূর্ব বুল্লা (দাস পাড়া) এর শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোপীমোহন দাস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাখাই উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজং। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শারদাঞ্জলি ফোরাম কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. অপু কুমার সাহা। মঙ্গল প্রদীপ প্রজ্বলন করেন পারমার্থিক পাঠক ফোরামের হবিগঞ্জ জেলার সভাপতি বনবিহারী রায়। মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রমথ সরকার সভাপতি বাংলাদেশ শ্রীকৃষ্ণ চৈতন্য সেবা সংঘ কেন্দ্রীয় কমিটি ও সাধারণ সম্পাদক, এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পারমার্থিক পাঠক ফোরাম হবিগঞ্জ শারদাঞ্জলি ফোরাম হবিগঞ্জ জেলার সিনিয়র সহ-সভাপতি ও মন্দিরভিত্তিক শিক্ষা কার্যক্রম বিষয়ক সম্পাদক শারদাঞ্জলি ফোরাম কেন্দ্রীয় কমিটি ও সভাপতি বাংলাদেশ শ্রীকৃষ্ণ চৈতন্য সেবা সংঘ হবিগঞ্জ জেলা সভাপতি সুজিত চন্দ্র পাল, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লাখাই উপজেলা শাখার সভাপতি প্রানেশ গোস্বামী, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সম্পদ রায়, বাংলাদেশ আওয়ামীলীগ লাখাই উপজেলার সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট খোকন গোপ; অনলাইন প্রেসক্লাবের সভাপতি মহসিন সাদেক, অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও নির্বাহী সারথী শারদাঞ্জলি ফোরাম কেন্দ্রীয় কমিটির নিতেশ দেব; হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ বাহুবল উপজেলার সাধারণ সম্পাদক ও সভাপতি পারমার্থিক পাঠক ফোরাম বাহুবল উপজেলা অসীম আচার্য্য, শারদাঞ্জলি ফোরাম হবিগঞ্জের শিক্ষক ও বাংলাদেশ শ্রীকৃষ্ণচৈতন্য সেবা সংঘ হবিগঞ্জের সাধারণ সম্পাদক বিদ্যাভূষণ পাল তপু; সহ-সাধারণ সম্পাদক শারদাঞ্জলি ফোরাম হবিগঞ্জ ও সহ-সাংস্কৃতিক সম্পাদক শারদাঞ্জলি ফোরাম কেন্দ্রীয় কমিটি রাহুল সরকার, নন্দলাল বসাক, সহ-সভাপতি শারদাঞ্জলি ফোরাম হবিগঞ্জ ও সহ-ধর্ম বিষয়ক সম্পাদক শারদাঞ্জলি ফোরাম কেন্দ্রীয় কমিটি; অয়ন সরকার, নির্বাহী সারথী শারদাঞ্জলি ফোরাম হবিগঞ্জ ও সহ-বার্তা বিষয়ক সম্পাদক শারদাঞ্জলি ফোরাম কেন্দ্রীয় কমিটি, রাঢ়িশাল গীতা নিকেতন শিক্ষক ও নির্বাহী সারথী শারদাঞ্জলি ফোরামের কেন্দ্রীয় কমিটি সুজিত চন্দ্র শীল, সংগঠক বামৈ শারদাঞ্জলি গীতা নিকেতনের সমীরণ শীল, প্রাক্তন মেম্বার করাব ফুলতৈল মানিক লাল দেব, হবিগঞ্জ রামপুর দুর্গা মন্দির শারদাঞ্জলি গীতা নিকেতনের শিক্ষক রিংকু সূত্রধর, সিংহগ্রাম গীতা নিকেতনের শিক্ষক ও বাংলাদেশ শ্রীকৃষ্ণচৈতন্য সেবা সংঘ হবিগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক সজল কান্তি দাস; রনজিত দেব মাষ্টার, দয়ানন্দ দাস, বিপ্লব চন্দ্র গোপ প্রবীন্দ্র দাশ, সত্যেন্দ্র চন্দ্র দাস, গনেশ চন্দ্র দাস প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুজিত চন্দ্র পাল। স্বাগত বক্তব্য প্রদান করেন অপরাজিতা শারদাঞ্জলি গীতা নিকেতনের শিক্ষক অন্তরা রাণী দাস। সার্বিক সহযোগিতায় ছিলেন অনন্ত মোহন দাস সহ অপরাজিত যুব সংঘের সারথীবৃন্দ। গীতা পাঠ করেন সমগ্র বাংলাদেশে ৩য় স্থান অর্জনকারী স্বর্ণপদক প্রাপ্ত বৃষ্টি রাণী দাস ও সূচনা রাণী দেব সহ সকল শিক্ষার্থীবৃন্দ। শারদাঞ্জলি ফোরাম কেন্দ্রীয় কমিটি কর্তৃক সরবরাহকৃত গীতা ও খাতা; ডাঃ অপু কুমার সাহা সাউন্ড স্পীকার। প্রসেনজিত গোপ প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক কর্তৃক প্লাষ্টিক টুল ও হোয়াইট বোর্ড। অয়ন সরকার কর্তৃক ব্যানার, অপরাজিতা যুব সংঘ কর্তৃক বলপেন, মাক্স ও হ্যান্ড স্যানিটাইজার প্রদান করেছেন।