স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ের আলোচিত মানবপাচার মামলায় ফুল মিয়া (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে সুজাতপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মকসুদের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার হিয়ালা গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করেন। সে ওই গ্রামের মৃত ছাহেব আলীর পুত্র। পুলিশ জানায়, মানবপাচার মামলায় ফুল মিয়ার নামে আদালত থেকে গ্রেফতারী পরোয়ানা আছে। এতোদিন সে আত্মগোপনে ছিল। গতকাল শুক্রবার বিকেলে তাকে কোর্টের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।