স্টাফ রির্পোটার ॥ ‘হবিগঞ্জ ফিল্ম ক্লাব’র পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় আরডি হলে মোক্তাদির ইবনে ছালামের সভাপতিত্বে এবং সাইফুদ্দিন জাবেদের সঞ্চালনায় ‘ফিল্ম ক্লাব’র সভা অনুষ্ঠিত হয়। সভায় আহ্বায়ক কমিটির চলচ্চিত্র নির্মাতা ও কলাকুশলীদের উপস্থিতিতে সদ্যস সচিব ইফতেখার আহমেদ ফাগুনের অনুমোদিত ২ বছর মেয়াদী নতুন কমিটি গঠন করা হয়। কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মোক্তাদির ইবনে ছালাম, সহ-সভাপতি সাইফুদ্দিন জাবেদ, সাধারণ সম্পাদক সুভাষ আচার্য্য, যুগ্ম সাধারণ সম্পাদক সিএম রায়হান উজ্জ্বল ও সোহাগ সিদ্দিকি, সাংগঠনিক সম্পাদক গৌতম দাশ সুমন, সহ-সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ পাশা, অর্থ সম্পাদক ফোরকান মজুমদার, উৎসব ও প্রদর্শনী বিষয়ক সম্পাদক ইফতেখার আহমেদ ফাগুন, চলচ্চিত্র ও পাঠচক্র বিষয়ক সম্পাদক নাহিল আশরাফ, গণসংযোগ ও প্রচারণা বিষয়ক সম্পাদক মো. নাসির উদ্দিন রাসেল, আপ্যায়ন ও সাজসজ্জা বিষয়ক সম্পাদক লিটন গোপ, দপ্তর সম্পাদক আশিক সুলতান। এছাড়া সদস্য নির্বাচিত হয়েছেন সায়েম চৌধুরী, এডভোকেট ইমরান হোসেন, আব্দুল মজিদ মুন্না, মানিক শাহ্, এস.এম সুরুজ আলী, বেলাল আহমেদ, দিমান চন্দ, লিটন আহমেদ ও শাওন গোপ প্রমূখ।