স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ উপজেলার লাদিয়া গ্রামে বিষপানে রাহেনা আক্তার নামের এক নারীর মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের বেনু মিয়ার স্ত্রী। গত মঙ্গলবার রাতে সে বিষপান করে ছটফট করতে থাকে। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন রাত ১২টায় সে মারা যায়। গতকাল বুধবার সদর থানা পুলিশ লাশের সুরতহাল তৈরি করে মর্গে প্রেরণ করে। পুলিশ জানিয়েছে, তবে কি কারণে বিষপান করে তা জানা যায়নি। তদন্ত চলছে।