স্টাফ রিপোর্টার ॥ দিনভর চলে মানুষের আড্ডা। ভেঙ্গে যাচ্ছে ব্যাঞ্চ, ডেস্ক, দরজা, জানালা। শিক্ষকও ঠিকমতো খবর রাখেন না। এমন পরিস্থিতির দেখা মিলেছে শহরতলীর রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। অনেকটা নিরাপদ আস্তানা হওয়ায় এখানেই বিভিন্ন সময় বসে গাঁজা সেবন আর জুয়া খেলার আড্ডাও। অন্য একাধিক স্কুলেও দেখা দিনভর গরু চড়ানো হয়। কোথাও আবার নির্মাণ সামগ্রির স্তুপ করে রাখা হয়েছে। অপরদিকে মহামারী করোনার কারনে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে সৃষ্টি হচ্ছে দূরত্ব। লেখাপড়ায় মনযোগ নাই শিক্ষার্থীদের। দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষকদের মাঝেও অলসতার ছাপ পড়ছে। এখন তারাও চান বিদ্যালয়মুখি হতে। শিক্ষার্থীদের বিদ্যালয়মুখি করতে না পারলে ঝড়ে যেতে পারেন অনেকেই এমন অভিমত শিক্ষকদের। এ অবস্থায় পাঠদানের পরিবেশ তৈরী করতে নির্দেশ দেয়া হয়েছে বলে জানান জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আমিরুল ইসলাম। তিনি বলেন, স্কুল খোলার আগে ক্ষুদ্র মেরামতের জন্য সরকার থেকে ইতিমধ্যে প্রতিটি স্কুলেই বরাদ্দ দেয়া হয়েছে। বসার উপযোগি করতে নির্দেশ দেয়া হয়েছে। পরিস্কার পরিচ্ছন্ন রাখার জন্য নির্দেশ দেয়া হয়েছে।
সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. রাহিন উদ্দিন জানান, বিদ্যালয়ের ব্যাঞ্চ, ডেস্ক, দরজা, জানালা ভাঙ্গা থাকার বিষয়টি তিনি জানেন না। মানুষের আড্ডা দেয়ার বিষয়টিও তার জানা নেই। খবর নিয়ে এ ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।
বিদ্যায়ের দরজা জানালা ভাঙ্গা, মানুষের আড্ডার বিষয়ে জানতে রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সামছুন্নাহারের মোবাইল ফোনে বার বার যোগাযোগের চেষ্টা করলেও তা বন্ধ পাওয়া যায়। স্থানীয়দের অভিযোগ করোনার বন্ধের পর এলাকায় তার আর খুব একটা দেখা মেলেনি। বানিয়াচং উপজেলার সন্দলপুর বি সি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম আকবর চৌধুরী জানান, তার বিদ্যালয়ে নির্মাণ কাজ চলছে। তাই অনেক জিনিসপত্রই ছড়ানো ছিটানো অবস্থায় আছে। নির্মাণ শ্রমিকরাও বিদ্যালয়ের ভেতরে বসবাস করছে। তিনি বলেন, আমরা বিদ্যালয়মুখী হতে চাই। শিক্ষার্থীদের স্কুলমুখী করতে হবে। স্কুল খোলার আগেই উপযুক্ত পরিবেশ তৈরী করা হবে। ইতিমধ্যে হ্যান্ডসেনিটাইজার, তাপমাত্রা মাপার যন্ত্র, মাস্ক ক্রয় করে রাখা হয়েছে। জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অরুন কুমার দাশ জানান, করোনাকালে স্কুল বন্ধ থাকায় শিক্ষার্থীদের উপর অনেক প্রভাব পড়বে। অনলাইনে ক্লাস নেয়ার ক্ষেত্রে অনেক শিক্ষার্থীর ভাল মোবাইল ফোন বা ইন্টারনেটের ব্যবস্থা নেই। তিনি বলেন, করোনা একটু স্বাভাবিক হলেই স্কুল খোলে দেয়া দরকার। দীর্ঘদিন স্কুল বন্ধ থাকার ফলে স্বাভাবিক কারণেই বিদ্যালয়ে নোংরা জমতে পারে। তবে ১৩ জুনের আগেই সব পরিচ্ছন্ন করতে বলা হচ্ছে। প্রতিটি স্কুলেই ক্ষুদ্র মেরামতের জন্য ১ লাখ টাকা বরাদ্দ রয়েছে। তাই বিদ্যালয় খোলার আগেই স্বাস্থ্য সম্মত পরিবেশ তৈরী করতে হবে। দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমির রায় জানান, তার বিদ্যালয়ে গরু চড়ানোর বিষয়টি তিনি জানেন না। বিদ্যালয়ে যে বস্তা রাখা হয়েছে তাও তার জানা নেই। তিনি বিদ্যালয়ে গিয়ে এগুলো সরানোর ব্যবস্থা করবেন।
সরেজমিন ঘুরে দেখা যায়, শহরতলীর রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দরজা, জানালাগুলো ভেঙ্গে যাচ্ছে। কয়েকটি জানালা ভেঙ্গে ফেলা হয়েছে। ক্লাসের ভেতরে ব্যাঞ্চ, ডেস্কগুলোও ভেঙ্গে যাচ্ছে। নোংরা পরিবেশ তৈরী হয়েছে। বাইরে দিনভর মানুষ আড্ডায় মশগুল থাকে। রাতে এখানেই জুয়া ও গাঁজার আসর বসে। এছাড়া শহরতলীতে অবস্থিত বানিয়াচং উপজেলার আলমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দরজা ভেঙ্গে ব্যাঞ্চ, ডেস্ক বের করে দিনভর আড্ডায় মশগুল থাকে স্থানীয়রা। একই উপজেলার দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে গরু চড়ানো হয়। বারান্দায় বস্তায় গো খাদ্যসহ মালামাল রাখা হয়েছে। বাঘজোড় প্রাথমিক বিদ্যালয়েও একই অবস্থা বিরাজ করছে। স্বত্ত্ব দাবি করে সিকন্দরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণকাজ বন্ধ করে দিয়েছেন এক ব্যক্তি। ফলে বিদ্যালয়ের মালামাল স্থানান্তরিত করা হয়েছে পাশর্^বর্তী একটি বাড়িতে। ঐতিহ্যবাহী সন্দলপুর বি সি উচ্চ বিদ্যালয়ে চলছে নির্মাণ কাজ। সেখানে বিদ্যালয়ের মাঠ জুড়ে ছড়ানো ছিটানো আছে মালামাল। বিদ্যালয়ের কয়েকটি কক্ষে বসবাস করছেন শ্রমিকরা।