স্টাফ রিপোর্টার ॥ শহরের সিনেমা হল এলাকা থেকে ১০০ পিস ইয়াবাসহ নোমান (৩৪) নামে এক মাদক ব্যবসায়ীকে ডিবি পুলিশ গ্রেফতার করেছে। সে শহরের রাজনগর এলাকার মৃত সফিক মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, নোমান দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছে। তার বিরুদ্ধে মাদকসহ অসামাজিক কার্যকলাপের অভিযোগে অসংখ্য মামলা রয়েছে। গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডিবির এসআই মোজাম্মেল শহরের সিনেমা হল এলাকায় অভিযান চালিয়ে নোমনকে আটক করেন। এ সময় তার দেহ তল্লাসী চালিয়ে ১০০পিস ইয়াবাহ উদ্ধার করেন।