স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার পাঁচপাড়িয়া গ্রামে ষাড়ের গুতোয় পারুল বেগম (৩০) নামের এক নারী আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। তিনি ওই গ্রামের আব্দুল আহাদের স্ত্রী। গতকাল সোমবার দুপুরে তার একটি পালিত ষাড়কে তিনি হাওরে খাওয়াতে নিয়ে যান। সেখানে ষাড়টি ক্ষিপ্ত হয়ে পারুলকে আঘাত করে। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। গুরুতর আহত পারুলকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।